Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নতুন নিয়মে সঞ্চয়পত্র
Details

কুমিল্লা বিভাগীয় অফিসের আওতাধীন সকল উপজেলা ডাকঘরের সেবা গ্রহণকারী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিভাগের আওতাধীন উপজেলা ডাকঘরসমূহে ১ জুলাই ২০১৯ খ্রিঃ থেকে নতুন নিয়মে সঞ্চয়পত্র বিক্রয় করা শুরু হয়েছে । অনলাইন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য সঞ্চয়পত্র ক্রয় ফরমের সাথে নিম্নলিখিত ডকুমেন্টস দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

১। সঠিকভাবে পূরণকৃত সঞ্চয়পত্র ক্রয় ফরম

২। আবেদনকারী ও নমিনির জাতীয় পরিচয়পত্র( যদি নমিনি নাবালক হয় তবে নমিনিকে প্রত্যয়ন করতে পারে এমন একজনের জাতীয় পরিচয় পত্র)

৩। আবেদনকারীর টিআইএন সনদ

৪। আবেদনকারীর ব্যাংক চেকের ফটোকপি নগদের ক্ষেত্রে

৫। এক লক্ষ টাকা পযর্ন্ত নগদ গ্রহনযোগ্য।

৬।এক লক্ষ টাকার বেশী হলে চেকের মাধ্যমে টাকা গ্রহণ করা হয়ে । এক্ষেত্রে “ পোস্টমাস্টার , নারয়ণগঞ্জ প্রধান ডাকঘর” এর বরাবরে চেক দিতে হবে। 

৭। এমআইসিআর চেক গ্রহণযোগ্য। কোন অবস্থাতেই পে অর্ডার বা ডিমান্ড ড্রাফ্ট গ্রহণযোগ্য নয়।

Attachments
Publish Date
25/07/2019
Archieve Date
29/12/2022