Title
ডিজিটাল পোস্ট অফিস সকৃয়করণ সংক্রান্ত।
Details
জরুরী ভিত্তিতে আগামী ৩১/১২/২০১৯ খ্রিঃ স্ব স্ব সাব ডিভিশনের ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তাদের নিন্মোক্ত তথ্য সংগ্রহ করে ডিভিশন অফিসের কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
১। অফিসের নাম
২। উদ্যোক্তার নাম
৩। উদ্যোক্তাদের প্রদানকৃত মালামাল এর তালিকা
৪। প্রদানকৃত মালামালের বর্তমান অবস্থা
৫। নগদ,পিএল আই, এজেন্ট ব্যাংকিং ও একসপের অবস্থা
৬। ডিজিটাল পোস্ট অফিসের অবস্থান
৭। ডিজিটাল পোস্ট অফিস এর সার্বিক পরিস্থিতি
৮। ডিজিটাল পোস্ট সচল করণে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব
৯। মন্তব্য
উপর্যুক্ত তথ্য গুলো প্রতিটি ডিজিটাল পোস্ট অফিসের জন্য পৃথক পৃথক শিটে লিপিবদ্ধ করে জমা দিতে হবে।
ডিপিএমজি
কুমিল্লা বিভাগ।