Title
শোক সংবাদঃ চাঁদপুর নৈশ ডাকঘরের পোস্টমাস্টার মোঃ সেলিম হোসেন আর নেই।
Details
চাঁদপুর নৈশ ডাকঘরের পোস্টমাস্টার মোঃ সেলিম হোসেন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরণ করেছেন( ইন্না ইলাহি ....... ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কুমিল্লা বিভাগ শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অত্র বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ।