কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে জনাব আনন্দ মোহন দত্ত , পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল এর উপস্থিতিতে গত ২৫,২৬ ও ২৭ তারিখে যথাক্রমে সমন্বয় সভা,মতবিনিময় সভা, ফাংকিং মেশিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অত্র সার্কলের সকল ডেপুটি পোস্টমাস্টার জেনারেলগণ,পোস্টমাস্টার , অপারেটর , প্রোগ্রামার ও টেশিস এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা ও প্রশিক্ষণ কর্মশালার সার্বক তত্ত্বাবাধনে ছিলেন অত্র বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জনাব সঞ্জিত চন্দ্র পন্ডিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS