Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
New Deputy Postmaster General join in Cumilla Postal Division
Details

কুমিল্লা পোস্টাল ডিভিশনে নতুন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল  হিসাবে জনাব সঞ্জিত চন্দ্র পন্ডিত যোগদান করেছেন । তিনি এর আগে নারায়ণগঞ্জে সংযুক্ত ছিলেন।  তিনি ২০০৮ সালে ২৭ তম বিসিএসএর মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগে যোগদান করেন।তিনি পোস্টমাস্টার ( সেভিংস) , ঢাকা জিপিও, সহকারী পোস্টমাস্টার জেনারেল,ঢাকা সদর প্রধান ডাকঘর, শাখা কর্মকর্তা ( পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালনের পর ডেপুটি পোস্টমাস্টার  জেনারেল হিসেবে ২০১৮ সালে পদোন্নতি পান। বর্তমানে তিনি ডেপুটি পোস্টমাস্টার  জেনারেল , কিশোরগঞ্জ পোস্টাল ডিভিশনে পদায়িত হয়ে সংযুক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারী দয়িত্ব পালনের অংশ হিসেবে ভারত , জাপান, থাইল্যান্ড, রিাশিয়া, লাটভিয়া,সুইডেন, নরওয়ে ও মালোয়েশিয়া ভ্রমন করেছেন। তিনি বিবাহিত ও দুটি কন্যাসন্তানের জনক।

Images
Attachments
Publish Date
09/07/2019
Archieve Date
31/12/2020