কুমিল্লা পোস্টাল ডিভিশনে নতুন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল হিসাবে জনাব সঞ্জিত চন্দ্র পন্ডিত যোগদান করেছেন । তিনি এর আগে নারায়ণগঞ্জে সংযুক্ত ছিলেন। তিনি ২০০৮ সালে ২৭ তম বিসিএসএর মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগে যোগদান করেন।তিনি পোস্টমাস্টার ( সেভিংস) , ঢাকা জিপিও, সহকারী পোস্টমাস্টার জেনারেল,ঢাকা সদর প্রধান ডাকঘর, শাখা কর্মকর্তা ( পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালনের পর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল হিসেবে ২০১৮ সালে পদোন্নতি পান। বর্তমানে তিনি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল , কিশোরগঞ্জ পোস্টাল ডিভিশনে পদায়িত হয়ে সংযুক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারী দয়িত্ব পালনের অংশ হিসেবে ভারত , জাপান, থাইল্যান্ড, রিাশিয়া, লাটভিয়া,সুইডেন, নরওয়ে ও মালোয়েশিয়া ভ্রমন করেছেন। তিনি বিবাহিত ও দুটি কন্যাসন্তানের জনক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS