শিরোনাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মহাপ্রয়াণ উপলক্ষে ডাক বিভাগ, কুমিল্লায় জাতীয় শোক দিবস পালিত
বিস্তারিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, সময়ের সাহসী সন্তান, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ডাক বিভাগ, কুমিল্লা সারাদিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে কুমিল্লা পোস্টাল ডিভিশন এর আওতাধীন সকল অফিসসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করা হয়।সকাল ৯:০০ ঘটিকায় অত্র বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল
জনাব সঞ্জিত চন্দ্র পন্ডিত এর নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধু মূর্যাল পর্যন্ত শোক র্যালী অংশগ্রহণ করেন। অতঃপর ১১:০০ ঘটিকায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বঙ্গবন্ধু মূর্যাল এ পুস্পস্তবক অর্পণ করেন।
কুমিল্লা বিভাগীয় অফিসের উদ্যোগে ১২: ০০ ঘটিকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জনাব সঞ্জিত চন্দ্র পন্ডিত এবং সভায় সভাপতিত্ব করেন অত্র বিভাগের সুপার জনাব শহিদুল ইসলাম। সভায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শোককে শক্তিতে পরিণত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সকলকে আহ্বান করেন। অতঃপর ১৫ আগস্টের বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।